সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে,  মৃতের নাম হেমন্ত সিং। বছর ৩৫-এর দাসনগর থানার চাষির মাঠ এলাকার বাসিন্দা হেমন্ত।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে ঘরের মধ্যে জমা জলে দাঁড়িয়ে তিনি যখন ইলেকট্রিক সুইচে হাত দেন সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ঘরের জমা জলের মধ্যেই। বর্ষায় জমে থাকা জলের জন্য কোনও  অ্যাম্বুলেন্স বাগাড়ি না পাওয়ায় একটি ট্রলি ভ্যানে করে তাঁকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সিইএসসি-র তরফে জানানো হয়েছে, 'বেড সুইচ অন করতে গিয়েই ঘটনা। পরে খবর পেয়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জল জমা ঘরে ভেজা অবস্থায় সুইচে হাত দিতে গিয়েই বিপত্তি।'


বুধবার রাত থেকে দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টির মধ্যেই শহরে ঘটে গেল একাধিক দুর্ঘটনা। বৃহস্পতিবার কোথাও মৃত্যু হল প্রৌঢ়ের...কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হলেন আইনজীবী...আবার কোথাও ভেঙে পড়ল পুরনো বাড়ি। বুধবার রাতে জোড়াবাগানের দর্পনারায়ণ টেগোর স্ট্রিটে তড়িদাহত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃষ্টির মধ্যে দোকানের শাটার খুলতে গিয়ে ঘটে বিপদ।মৃতের নাম কাশীনাথ জ্যোতি, বয়স ৫১। 

এক নাগাড়ে বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে জল জমে যায় আলিপুর আদালত চত্বরে। তার মধ্যেই বিদ্যুত্‍স্পৃষ্ট হন ২ আইনজীবী সহ ৩ জন। আহত দুই আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। অন্যদিকে, গিরিশপার্কে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম হয়েছেন এক বাসিন্দা। বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা। এদিন ভোরে ভেঙে পড়ে তিনতলা বাড়ির বারান্দার একাংশ। আহত হন বছর পঁয়তাল্লিশের নরেন্দ্রনাথ ঝা। 

অন্যদিকে আজ এখনও মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। হাওড়ার বিভিন্ন অঞ্চল জলের তলায় । ডুমুরজলায় আটকে পড়ল রোগী সমেত অ্যাম্বুল্যান্স। জল ঠেলে হাসপাতালে পৌঁছে দিলেন চালক। টিকিয়াপাড়ায় কারশেডেও জমেছে জল। বাতিল পূর্বা, লালকুঁয়া, হুল এক্সপ্রেস সমেত বেশ কিছু দূরপাল্লার ট্রেনও।