জলঙ্গি: আক্রান্ত তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের জলঙ্গির খয়রামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৃহস্পতিবার সেলিনা বিবিকে পঞ্চায়েতের মধ্যেই চুলের মুঠি ধরে মারধর
অভিযুক্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশের বিরুদ্ধে।


কোনওমতে উত্তেজিত কর্মীদের মাঝখান থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উদ্ধার করে পুলিশ। সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জলঙ্গির বিডিওর অফিসে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 


শুক্রবার দুপুর নাগাদ তৃণমূলের বেশ কিছু সদস্য হাজির হন পঞ্চায়েত অফিসে। ওসি এবং বিডিও-র সামনেই পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠেছে। এদিন পুলিশের সামনেই প্রধানের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। এরপরেই সেলিনা বিবি ওই মহিলা প্রধানের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা।


পঞ্চায়েত নিয়ে শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিন। কী কারণে এই বিক্ষোভ? দলের একাংশের অভিযোগ, পঞ্চায়েতের সদস্যদের না জানিয়েই পঞ্চায়েত অফিসের জিনিসপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাড়ি নিয়ে চলে গিয়েছেন প্রধান।  


সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করার প্রতিবাদেই প্রধানের  বিরুদ্ধে জলঙ্গি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা। অভিযোগে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, সিসিটিভি সেট, দুটি ল্যাপটপ, কাঠের চেয়ার, কাঠের দরজা-সহ বিভিন্ন সরঞ্জাম বাড়ি নিয়ে গিয়েছেন ওই প্রধান।


যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি। তাঁর অভিযোগ, তিনদিন আগে পঞ্চায়েতের সচিব ও সদস্যরা মিলে বিডিও’র কাছে মিথ্যা অভিযোগ করেছিলেন যে, পঞ্চায়েতের জিনিসপত্র বাড়ি নিয়ে গিয়েছেন তিনি। 


এর আগেও বেহালার মুচিপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ভরদুপুরে শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের দুই যুব নেতার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি, ৩ রাউন্ড গুলি চালানো হয়। পুরসভা নির্বাচনে ২১ নং ওয়ার্ডের টিকিট কে পাবে এই নিয়ে দুই যুব নেতার মধ্যে ঝামেলা শুরু হয়। এই দ্বন্দ্ব থেকেই শ্যুটআউট। পুলিশের সামনেই গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে।


স্থানীয় সূত্রের দাবি, ১২১ নম্বর ওয়ার্ডে পুরভোটের টিকিট কে পাবে? তা নিয়েই দক্ষিণ কলকাতা জেলা যুব তৃণমূলের সম্পাদক সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুব সাধারণ সম্পাদক অর্ণব বন্দ্যোপাধ্যায়ের টানাপোড়েন চলছে। অভিযোগ, সেই কোন্দলই এদিন নেমে আসে রাস্তায়।