নয়াদিল্লি: ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ১৪ মে পঞ্চায়েত ভোট হতে পারে। জানাল সুপ্রিম কোর্ট। কিন্তু যে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন, সেগুলির ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। মনোনয়ন নিয়ে সিপিএমের দায়ের করা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন।
প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ বলেছে, হাইকোর্টের নির্দেশ ও ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় উদ্বেগজনক। সুপ্রিম কোর্ট বলেছে, প্রায় ১৭ হাজার প্রার্থী বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন। ওই আসনগুলিতে যাঁরা জিতেছেন, তাঁদের জয়ী ঘোষণা না করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে ১৪ মে ভোট যাতে অবাধ ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করার নির্দেশও কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত এই বেঞ্চে মামলার পরবর্তী শুনানি ৩ জুলাই।
পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আসনগুলির ফল ঘোষণায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2018 03:53 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -