বীরভূমের মহম্মদবাজারের পাথর খাদানে বিস্ফোরণ, মৃত অন্তত ১৩
ABP Ananda, Web Desk | 10 May 2018 09:44 AM (IST)
বীরভূম: বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার গোঁসাই পাহাড়ির কাছে এক পাথর খাদানে বিস্ফোরণের জেরে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেআইনিভাবে মজুত করা বিস্ফোরক সরাতে যাওয়ার ফলেই এই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। এই পাথর খাদানটি ঝাড়খণ্ড সীমানার পাশে। গ্রিন বেঞ্চের নির্দেশে বীরভূমের সমস্ত পাথর খাদান বন্ধ থাকার কথা। কিন্তু সেই নির্দেশ অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এই খাদানগুলি রমরম করে চলছে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৫টি মৃতদেহ। কিন্তু স্থানীয় আদিবাসী সংগঠনের দাবি, মৃতের সংখ্যা ১৩। বেশ কয়েকটি মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। তবে এ নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।