পঞ্চায়েত মামলায় বিজেপির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তৃণমূলের,হাইকোর্টে শুনানি আগামীকাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2018 11:57 AM (IST)
NEXT
PREV
কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা মামলায় তথ্য গোপনের অভিযোগ। মামলার শুনানি আগামীকাল। সুপ্রিম কোর্টেও গতকাল মামলা দায়ের করেছে বিজেপি। এ নিয়ে তারা অন্ধকারে রেখেছিল হাইকোর্টকে। অবিলম্বে গতকালের নির্দেশ প্রত্যাহার করুক হাইকোর্ট। আদালতে আর্জি তৃণমূল সাংসদ তথা আইনজীবী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আজ আদালতে কেন অনুপস্থিত বিজেপি, সেই প্রশ্নও তোলেন তিনি। গতকাল এই মামলায়, কমিশনের মনোনয়ন-বিজ্ঞপ্তি বাতিলের নির্দেশিকায় ২৩ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৩ এপ্রিলের মধ্যে মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা পেশ করতে হবে। ২৪ এপ্রিল পরবর্তী শুনানি। তবে কমিশন সূত্রে খবর, মনোনয়ন পেশের জন্য নতুন করে জারি হবে না বিজ্ঞপ্তি। জমা পড়া মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে আজ। সব মিলিয়ে গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -