আলিপুরদুয়ার:  ভাইয়ের স্ত্রী বামেদের হয়ে মনোনয়ন জমা দেওয়ায় আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিঘাটায় সিপিএম নেতাকে গুলি করার অভিযোগ তৃণমূলকর্মীর বিরুদ্ধে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন ওই নেতা।

 

মঙ্গলবার রাত ৯টা নাগাদ পার্টি অফিসে একাই বসেছিলেন সিপিএমের কৃষক সভার ব্লক সভাপতি প্রভাতচন্দ্র অধিকারী। অভিযোগ, বাইকে চড়ে এসে ২ যুবক তাঁকে পার্টি অফিস থেকে টানতে টানতে বের করে এনে, তাঁর ভাইয়ের স্ত্রীর মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি দেয়। সিপিএম নেতা রাজি না হওয়ায়, তাঁকে লক্ষ্য করে পেশায় সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় তৃণমূলকর্মী তুষার বর্মণ গুলি চালায় বলে অভিযোগ। সেসময় ওই তৃণমূলকর্মীর সঙ্গী তাকে বাধা দিলে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।