কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে কার্যকর রয়েছে নির্বাচনী আচরণবিধি। তার মধ্যে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। ভোটে জিততে স্মার্টফোনের টোপ দেওয়ায়, তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে থানায়।

এবারের পঞ্চায়েত ভোটে রাজ্য বিজেপির অন্যতম মুখ মুকুল। শনিবার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে তিনি যান জলপাইগুড়ির ঘুঘুডাঙা এলাকায়। আর ভোট চাইতে গিয়ে সেখানেই এই প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদে বিজেপি জয়ী হলে ১৮ বছরের ওপরে ছেলে-মেয়েদের স্মার্টফোন দেওয়া হবে।

মুকুল রায়ের এই বক্তব্যকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে দেরি করেনি তৃণমূল। ফুটেজ সহ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে তারা। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব সিপিএমও। বিজেপির অবশ্য মুকুলের মন্তব্যে অন্যায় কিছু দেখছে না।
মাস দুয়েক আগে কার্যত একইরকম মন্তব্য শোনা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। রাজ্যে ক্ষমতায় এলে স্কুটার বিলির প্রতিশ্রুতি দেন তিনি।