নয়াদিল্লি: রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। বিজেপির করা মামলার রায়ে আজ এ কথা জানিয়ে দিল শীর্ষ আদালত। কেন্দ্রীয় বাহিনীর আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। কিছু বলার থাকলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বিরোধী দলটিকে পরামর্শ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন।
রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে ৫ তারিখ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি। অভিযোগ করে, শাসক দল তৃণমূল বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করতে দিচ্ছে না। সর্বোচ্চ আদালতে বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অভয় মনোহর সাপ্রের বেঞ্চে মামলার শুনানি হয়। অশান্তি রুখতে অনলাইনে মনোনয়ন জমা থেকে প্রার্থীর নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য বিজেপি আর্জি জানায়।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে হস্তক্ষেপ করবে না, জানাল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
09 Apr 2018 09:14 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -