পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত যখন উত্তাল, তখন পঞ্চায়েত নির্বাচনেরই অন্য চেহেরা দেখা গেল এই জায়গাগুলোতে।
একজনের বয়স আশি পেড়িয়েছে, অন্যজনের নব্বই। সকাল সকাল গড়বেতার চন্দ্রকোনা রোডের ২০৮ বুথে ভোট দিলেন কল্পনা বসু (৮৪) ও অতসি পাল (৯০)।
এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বৃষ্টি উপেক্ষা করে ই ভোটারদের লম্বা লাইন দেখা গেল। সকালে ঝিরঝির করে বৃষ্টির মধ্যেই মানুষ আসতে শুরু করেন ভোটের লাইনে। সাতটায় ভোট শুরুর সময় থেকেই দাপট বাড়ে বৃষ্টির। তার মধ্যেও ছাতা মাথায় ভোট দিতে আসতে থাকেন মানুষ।
ভোট গ্রহণ শুরুর আগেই লম্বা লাইন পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের আমাদপুর গ্রাম পঞ্চায়েতের আমাদপুর উচ্চ বিদ্যালয়ের বুথে। গ্রামবাসীদের মধ্যে উত্সাহ এতটাই যে, তাড়াতাড়ি ভোট দিতে পারবেন বলে মহিলা ভোটাররা ইটের টুকরো দিয়ে লাইন রেখেছেন।
অন্য পঞ্চায়েত ভোট : বুথে এলেন ৮০ ও ৯০-এর বৃদ্ধা, বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে এলেন ইসলামপুরের বাসিন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2018 08:10 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -