কলকাতা: কাল পঞ্চায়েত ভোট। জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।
ভোট নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ, সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি থাকছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা পুলিশও। চলছে রুটমার্চ।
শেষ মুহূর্তে ভোটের জোর প্রস্তুতি মালদাতেও। আজকের মধ্যেই ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীরা।
মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি। অন্ধ্রপ্রদেশ আসা থেকে পুলিশকর্মীদের নিয়ে ভোটের আগের দিন রুটমার্চ করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
বীরভূমেও জোর কদমে শেষ মুহূর্তের ভোটপ্রস্তুতি। মহম্মদবাজারে রুটমার্চে তেলঙ্গানা পুলিশ। ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে বুথের উদ্দেশে রওনা ভোটকর্মীদের। ভোটের কাজে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার ও বনরক্ষীরা রয়েছেন, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তারকেশ্বরে ওড়িশা থেকে আসা পুলিশকর্মীদের নিয়ে রুটমার্চ জেলা হুগলি জেলা পুলিশের। প্রস্তুত হচ্ছেন ভোটকর্মীরাও।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় ভোট-প্রস্তুতি তুঙ্গে। কাঁকসা ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখান থেকেই ভোটকর্মীদের বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে।
বনগাঁয় অন্ধ্রপ্রদেশ থেকে আসা সশস্ত্র পুলিশকর্মীদের নিয়ে রুটমার্চ করে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ।
পঞ্চায়েত ভোট সুষ্ঠু ও অবাধ করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। নজরদারির জন্য কমিশনের দফতরে চালু হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম। অভিযোগ খতিয়ে দেখতে রয়েছে কন্ট্রোল রুমও।
পঞ্চায়েত ভোটে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের। সম্প্রতি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে একথা বুঝিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কেও চিঠি পাঠিয়ে একথা জানিয়েছেন তিনি।
এদিকে, ভোটের মুখে ফের ঝরল রক্ত। বনগাঁয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যকে গুলি। ভর্তি হাসপাতালে। তৃণমূল নেতা অশোক বিশ্বাসের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণে রক্ষা পেলেও তাঁর ডান পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগামীকাল রাজ্যে পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2018 09:37 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -