পাড়ুই: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূম। রাতভর পাড়ুইয়ে বোমাবাজি, গুলি। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে পাড়ুই থানার ওসি দেবব্রত সিংহকে সাসপেন্ড করলেন জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র।

প্রসঙ্গত, ১৭ তারিখ বীরভূম জেলায় ভোট ছিল। ভোটের আগে বিরোধীদের উদ্দেশ্যে একাধিকবার হুঁশিয়ারির সুরে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, দশমীর বাজনা বাজাতে ঢাকীরা চলে এসেছে। ১৭ তারিখ রাত থেকেই সেই ঢাক বাজতে শুরু করবে। আর ঠিক ১৭ তারিখ রাত থেকেই উত্তপ্ত পাড়ুই। শাসক-বিরোধী দফায় দফায় গুলি-বোমার লড়াই। তাহলে কি অনুব্রতর মন্তব্য ও এই সংঘর্ষের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে? ১৭ তারিখ রাত থেকে ঢাক বাজবে বলে কি তিনি এই সংঘর্ষেরই ইঙ্গিত দিয়েছিলেন? অন্তত তেমনটাই মনে করছেন বিরোধীরা।