কৌশিক গাঁতাইত,জামুড়িয়া: রাজ্যে করোনা সংক্রমণ রোখার জন্য বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংহের কার্যালয়ের উদ্বোধন হল। এই অনুষ্ঠান উপলক্ষে জামুড়িয়ার আখলপুর সেতু সংলগ্ন অঞ্চলে শাসক দলের বহু কর্মী-সমর্থক ভিড় জমান। করোনাবিধির তোয়াক্কা না করেই হয় এই জমায়েত। শাসক দলের বিধায়কের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে করোনাবিধি লঙ্ঘন নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।


শাসক দলের বিধায়কের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন জামুড়িয়ার বরো দফতরের প্রশাসক অভিজিৎ ঘটক। তিনি ফিটে কেটে বিধায়ক কার্যালয় উদ্বোধন করেন। সেই সময় তাঁর পাশেই ছিলেন হরেরাম সিংহ। এই অনুষ্ঠানেই করোনা বিধি ভঙ্গ হয় বলে অভিযোগ। কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনেকের মুখেই ছিল না মাস্ক। সেই অবস্থাতেই মিষ্টি বিতরণের সময় সবাই হুমড়ি খেয়ে পড়েন। মিষ্টি নেওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়ে যান।


এ প্রসঙ্গে শাসক দলের বিধায়ক বলেছেন, ‘আমরা কাউকে ডাকিনি। আমার প্রতি ভালবাসার কারণেই মানুষ চলে এসেছে। বৃষ্টি হওয়ার জন্যই কিছুটা গোলমাল হয়ে যায়।’


তবে হরেরামের এই বক্তব্য মানতে নারাজ বিজেপি নেতা সন্তোষ সিংহ। তিনি বলেছেন, ‘ক্ষমতার দম্ভ থাকলে যে কী করা যায়, তার ছবি এটা। করোনা অতিমারীর সময় অহঙ্কারে বশীভূত হয়ে ওঁরা যে কাজ করলেন, তাতে জামুড়িয়ার ক্ষতি হতে পারে।’


রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। আজ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজারের নীচে। তবে উদ্বেগ বজায় রেখে রাজ্যে একদিনে করোনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুতে উত্তর ২৪ পরগনাই শীর্ষে। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত ৪৩, আক্রান্ত ১,৮৬০ জন। কলকাতায় একদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ১ হাজার ৪০ জন।