বীরভূম: মরতে ভয় নেই, ইঞ্জেকশনে ভয়! স্রেফ সূচবিদ্ধ হওয়ার ভয়ে, হাসপাতালের ৫ তলা থেকে ঝাঁপ রোগীর! মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের বোলপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে! মৃতের নাম বিশু মার্ডি! পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে ৩৫ বছরের এই ব্যক্তি সোমবার বিষপান করেন! তাঁকে ভর্তি করা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বিকেলে বিশুকে ইঞ্জেকশন দিতে যান কর্তব্যরত নার্স। কিন্তু, তিনি ইঞ্জেকশন নিতে চাননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, নার্স ওই রোগীকে বোঝাতে গেলে, তিনি কোনও কথা না শুনে মেল ওয়ার্ডের জানালার দিকে ছুটে যান। তাঁকে ধরে আনার জন্য নার্স এগোতেই, সবার সামনে জানালা খুলে ৫ তলা থেকে ঝাঁপ মারেন বিশু মার্ডি! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরাও মেনে নিয়েছেন মৃতের ইঞ্জেকশন-আতঙ্কের কথা! মৃতের ভাগ্নে বলেন, ইঞ্জেকশনের সূচ দেখে ভয়ে মামা ঝাঁপ দিয়েছে।
হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের।