বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় প্রেমঘটিত বিবাদে মধ্যস্থতা করে ফেরার পথে, এক ব্যক্তিকে কুপিয়ে খুন। স্থানীয় সূত্রে খবর, এলাকার দুই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল ওই তরুণ প্রেমিকার সঙ্গে দেখা করতে যান।
অভিযোগ, সেসময় তরুণীর পাড়ার কয়েকজন যুবক তাঁকে মারধর করে। এর জেরে স্থানীয় ক্লাবে সালিশি সভা বসে। মধ্যস্থতা করেন স্থানীয় বাসিন্দা পূর্ণচন্দ্র মাঝি। সেখানে ওই যুবকদের তরুণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। বিষয়টি মেনে নিতে পারেননি ওই যুবকরা। অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় পূর্ণচন্দ্রকে। ঘটনার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ।
প্রেমিকার পাড়ার ছেলেদের হাতে প্রহৃত প্রেমিক, বিবাদে মধ্যস্থতা করায় কুপিয়ে খুন স্থানীয় বাসিন্দাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2017 11:15 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -