মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মার, অধরা অভিযুক্তরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jan 2017 09:38 AM (IST)
সোনারপুর: সোনারপুরে আক্রান্ত প্রতিবাদী। অফিস থেকে বাড়ি ফেরার পথে এক মহিলাকে লক্ষ্য করে এক যুবক কটূক্তি করে বলে অভিযোগ। বাড়ি এসে স্বামীকে ঘটনাটি জানান তিনি। এরপর ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন ওই দম্পতি। শুরু হয় বচসা। অভিযোগ, অভিযুক্ত যুবক সেসময় ফোন করে কয়েকজনকে ডেকে নেয় ঘটনাস্থলে। তারা এসে ওই দম্পতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আঘাত লাগে মহিলার চোখে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। ১০০ নম্বরে ডায়াল করে ঘটনার কথা জানানো হলেও পুলিশ আসেনি বলে দাবি ওই দম্পতির। গতকাল সোনারপুর থানায় এফআইআর দায়ের করা হয়। যদিও এখনও অধরা অভিযুক্তরা।