কলকাতা: ভাঙড়কাণ্ডের এফআইআরে নাম থাকা সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে একের পর এক সভা করছেন নকশালপন্থী সংগঠন সিপিআইএমএল রেড স্টারের নেতারা। সোমবারও দেখা গেল সেই ছবি। আর এদিন তো একধাপ এগিয়ে এফআইআর নিয়ে কার্যত তাচ্ছিল্যের সুরও শোনা গিয়েছে তাঁদের গলায়।
সিপিআই (এমএল) রেড স্টার নেতা অলীক চক্রবর্তী বলেছেন, এফআইআর অনেকের বিরুদ্ধে থাকে। আমাদের বিরুদ্ধেও আছে। থাকলেই গ্রেফতার করতে হবে নাকি!
মুখ্যমন্ত্রী ভাঙড়কাণ্ডে বহিরাগতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। কিন্তু, এদিন ভাঙড়ের সভা থেকে নকশাল সংগঠনের এই নেতারা পাল্টা কার্যত হুঁশিয়ারি দিয়েছে। অলীক চক্রবর্তীর অভিযোগ,রেড স্টারের জেনারেল সেক্রেটারি রামচন্দ্রনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ওয়ার্কিং ডে-তে কমিউনিকেট করবেন। কাল পর্যন্ত অপেক্ষা করব। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানাব।
পাওয়ার গ্রিড প্রকল্প আপাতত স্থগিত হয়ে গেলও, তা নিয়ে অপপ্রচার চলছেই। অলীক চক্রবর্তীদের দাবি ,বিজ্ঞানীরা বলছেন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে।
দলের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী বলেছেন, পরিবেশ, বাস্তুতন্ত্রের ওপর কী প্রভাব রিপোর্ট পড়বে, তা নিয়ে সরকার কেন রিপোর্ট দিচ্ছে না কেন?।
বিশেষজ্ঞরা অবশ্য আগেই এইসব প্রচারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
শাসক দল নকশাল সংগঠনের নেতাদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।
ভাঙড়কাণ্ডে ধৃত দশজনকে এদিন আদালতে তোলা হয়। তার মধ্যে আটজনকে আদালত জেল হেফাজতে পাঠিয়েছে। দু’জন নাবালককে ২৫ তারিখ পর্যন্ত হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এফআইআরে নাম থাকা সত্ত্বেও ভাঙড়ে দাপিয়ে বেড়াচ্ছেন নকশাল নেতারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2017 08:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -