কলকাতা: এবার ঝাড়গ্রামেও সেঞ্চুরি ডিজেলের। এই নিয়ে রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। ঝাড়গ্রামে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৯৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। 


পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৬৪ পয়সা।


আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৫২ পয়সা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ১৭ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৪০ পয়সা। 


আরও পড়ুন: বাংলায় সেঞ্চুরি ডিজেলের, দাম ১০০ পেরোল রাজ্যের ৬ জেলায়


নদিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৬ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। মুর্শিদাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৯ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৩৩ পয়সা।


উত্‍সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড হল। পরপর পাঁচদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। লিটারে ৩৩ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা।


কলকাতায় সেঞ্চুরি না করলেও তার দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। 


পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় ৬ টাকা। গত ২৩ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে ৫ টাকারও বেশি। 


আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে কমেনি পেট্রোলের দাম


জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বাড়ছে। টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। দামের ছ্যাঁকায় মাছ-মাংসে ছোঁয়াই দায়।  পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।


এই অবস্থায় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতায় ডিজেল ১০০ টাকা ছুঁলে, ১ ঘণ্টা বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প।