সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ক্রমাগত এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে গ্রাহক থেকে শুরু করে পেট্রোল ডিলার্সদেরও। এবার তাই পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাজ্যব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে তাঁরা।


আগামী ১৫ জুলাইয়ের পর একদিনের জন্য প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। গাড়ির জন্য সিএনজি-র দামের ক্ষেত্রেও কমিশন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।  সিনএনজির দামবৃদ্ধি নিয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অটো ইউনিয়নের। অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন বলেন, ‘আপাতত আমরা ১৫ জুলাইয়ের পর একটা প্রতীকী ধর্মঘট করছি একদিনের জন্য। এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব। এখনও পর্যন্ত যেভাবে পেট্রল, জিজেলের দাম বেড়েছে, তাতে এই ধর্মঘট করতে বাধ্য হচ্ছি আমরা।’


তিনি আরও বলেন, ‘এলপিজি গ্যাসের দামও বিগত কয়েক মাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে। এলপিজি জিএসটির আওতায় পড়ে। অটো ইউনিয়নের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাঁরা এই নিয়ে নিজদের মতামত জানিয়েছে। ভাড়াও বাড়ানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, এমনটাই জানিয়েছে তারা। ফলে ধর্মঘট করা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই।’


রাজ্যে এই মুহূর্তে অ্যাসোসিয়েশনের অধীনে রয়েছে ২২০০টি পাম্প। সবগুলোই বন্ধ থাকবে? ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রসেনজিৎবাবু এই বিষয়ে বলেন, ‘আমরা এক্ষেত্রে সাধারণ মানুষকে পাশে পেতে চাই। আশা করি গ্রাহকদের খুব একটা সমস্যা হবে না। কারণ এমন কোনও ধর্মঘটের আগে আমরা সাধারণত নোটিশ দিয়ে থাকি। এক্ষেত্রেও তা করা হবে। আর এমার্জেন্সি ইস্যুতে আমরা ভাবনা চিন্তা করেছি যাতে কিছু পেট্রোল পাম্প খোলা রাখতে পারি আমরা। সেক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেমন অ্যাম্বুলেন্স সহ আরও  অন্যান্য যানবাহনের রাস্তায় চলার সময় যাতে অসুবিধে না হয়, তা দেখা হবে।’


উল্লেখ্য,  লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা হয়েছে। তবে কিছুটা কমেছে ডিজেলের দাম। লিটার প্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা। লাগাম ছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তদের।