কলকাতা : ফের একবার কিছু কমে রাজ্যে নশোর নিচে নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১১ জনের। দুটি সংখ্যাই রবিবারের থেকে কিছুটা করে কম। গতকালের বুলেটিন জানিয়েছিল, সংক্রমিত ও মৃতের সংখ্যাটা ছিল যথাক্রমে ৯২৪ ও ১৩।
গত ২৪ ঘণ্টার ভিত্তিতে উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, হুগলি ও কলকাতায় সংক্রমণের সংখ্যা এই মুহূর্তে সবথেকে বেশি। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী জেলাগুলিতে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৯০, ৭৭, ৭৫, ৬৮ ও ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণা, দার্জিলিং, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় ২ জন করে ও জলপাইগুড়ি, নদিয়া ও কলকাতায় এক জন করে মারা গিয়েছেন কোভিডে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার কালো মেঘ যে মোটামুটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে রাজ্য, সেই চিত্রটা কার্যত রোজই ফুটে উঠছে। গত কয়েকদিন ধরেই রাজ্যে কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছে ৯০০-র আশপাশে। পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। সোমবারের প্রকাশিত বুলেটিনও বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। যার ফলে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭০ জন কমে এই মুহূর্তে রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩১ জনে। ডিসচার্জ রেট পৌঁছে গিয়েছে ৯৭.৮৫ শতাংশ। আর এই মুহূর্তের রাজ্যে পজিটিভিটি রেট নেমে এসেছে ১.৯৫ শতাংশে।
কিছুদিন আগে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বিধি নিষেধের কড়াকাড়ি বাড়ানোর সময় নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১ শতাংশে নামিয়ে আনাই লক্ষ্য। তেমনটা হয়ে গেলেও আরো বেশ কিছু ছাড় রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, তেমনটাও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। প্রত্যেকেই আপাতত সেই দিকেই তাকিয়ে। এমনিতে রাজ্যের সব জেলাতেই আলাদা করে দেখলেও বোঝা যাবে করোনাচিত্রটা যথেষ্ট উন্নতি হয়েছে প্রায় সব জায়গাতেই।