সুমন ঘড়াই, কলকাতা: কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। কেন্দ্রের কাছে সাড়ে ৪৪ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য। তার মধ্যে কেন সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল  হয়ে গিয়েছে? সাড়ে ৯ লক্ষ আবেদন খারিজ হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই  খবর সূত্রের।কেন এত সংখ্যক আবেদন বাতিল করা হয়েছে? কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। এ ব্যাপারে সচিব পর্যায়ে কথাবার্তার নির্দেশ দেওয়া হয়েছে। নিষ্পত্তি না হলে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে খবর। 


উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে শুরু থেকে এ রাজ্যের কৃষকদের অংশগ্রহণে রাজি ছিল না রাজ্য সরকার। সেই  সময় পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাওয়ার অনেকেই আবেদন করেছিলেন। আবেদনকারীর সংখ্যা ৪০ লক্ষর বেশি হয়ে গেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি পাঠিয়ে আবেদনকারীদের দেওযা তথ্য যাচাই করে পাঠাতে বলা হয় রাজ্যকে। প্রথমে রাজ্য সেই আবেদনে সাড়া দেয়নি। বিধানসভা ভোটের পর সেই আবেদনে সাড়া দেয়। কেন্দ্রের এই প্রকল্পে রাজ্যের কৃষকরা আবেদন করতে চাইলে রাজ্য সব ধরনের সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী। 


রাজ্য আবেদনকারী কৃষকদের নথি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে পাঠায়।  কিন্তু দু-তিন সপ্তাহ আগে কেন্দ্রের পক্ষ থেকে সাড়ে নয় লক্ষ কৃষককে বাদ দেওয়ার কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের এই প্রকল্পের আওতায় কৃষকরা  বছরে ৬ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। 


উল্লেখ্য, রাজ্যও কৃষক বন্ধু প্রকল্প রয়েছে। দুটি প্রকল্পের সুবিধাই যাতে রাজ্যের কৃষকরা পান, তা চায় রাজ্য সরকার। এই অবস্থায় সাড়ে নয় লক্ষ আবেদনকারীর নাম বাদ যাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ বলে জানা গেছে। 


উল্লেখ্য, বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রের এই প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চনার অভিযোগকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল বিজেপি। রাজ্যে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, বাংলায় বিজেপি সরকারে এলে সবচেয়ে আগে কৃষকদের সুবিধা দেওয়া হবে। হুগলির হরিপালের সভায় তিনি দাবি করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গড়বে।  আর নতুন বিজেপি সরকারের জন্য রাজ্য সরকারি কর্মীদের এখন থেকেই কাজ শুরু করে দিতে বলেছিলেন তিনি। মোদি বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের সুবিধা দানের সিদ্ধান্ত নেওয়া হবে।মোদি বলেছিলেন, কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা এ রাজ্যের কৃষকরা পাননি। বিজেপি ক্ষমতায় এলেই দুর্গাপুজোর আগেই প্রকল্পে যে  টাকা কৃষকরা পাননি, সেই ১৮ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।  এ কথা বলতে গিয়েই মোদি এ ব্যাপারে কৃষকদের নামের তালিকা তৈরির কাজ শুরু করতে বলেছিলেন সরকারি কর্মীদের। ভোটের পর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।