Modi Visva-Bharati convocation LIVE Updates: ‘স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য?’, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোদি
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছরে বিশ্বভারতীর কর্তব্য দেশকে জাগরিত করা। আগামী ২৫ বছর বিশ্বভারতীর পড়ুয়ারা ভিশন ডকুমেন্ট বানান। স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য? আশপাশের গ্রামগুলোকে আত্মনির্ভর তৈরি করলে কেমন হয়? সবাইকে আত্মনির্ভর করুন, গ্রামে যা উত্পন্ন হয়, তাকে আন্তর্জাতিক করুন।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছরে বিশ্বভারতীর কর্তব্য দেশকে জাগরিত করা। আগামী ২৫ বছর বিশ্বভারতীর পড়ুয়ারা ভিশন ডকুমেন্ট বানান। স্বাধীনতার শতবর্ষে কী হবে বিশ্বভারতীর ২৫ লক্ষ্য? আশপাশের গ্রামগুলোকে আত্মনির্ভর তৈরি করলে কেমন হয়? সবাইকে আত্মনির্ভর করুন, গ্রামে যা উত্পন্ন হয়, তাকে আন্তর্জাতিক করুন।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের বর্তমান শিক্ষানীতি পড়ুয়াদের স্বাধীনতা দিচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন শিক্ষানীতি জরুরি। নতুন গবেষণার জন্য আগামী ৫ বছর ৫০ হাজার কোটি বরাদ্দের প্রস্তাব। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষায় সামিল করা হবে ছাত্রীদেরও। ডিগ্রি কোর্স থেকে বিরতি নেওয়ারও স্বাধীনতা থাকছে।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘২০০ বছর আগে ভারতে শিক্ষিতের সংখ্যা ছিল অনেক বেশি। তখন মন্দিরেও শিক্ষাদান হত। তখনকার দিনে রাজারা মহাবিদ্যালয় গড়তেন। তখনকার ভারতে উচ্চশিক্ষার সংস্থানও ছিল। ১৮৩০ সালে বাংলা-বিহারে এক লক্ষের উপর গ্রামীণ বিদ্যালয় ছিল।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু স্বার্থ দেখলে, চারপাশে আপনি সমস্যাই দেখবেন। দেশকে অগ্রাধিকার দিলে, সমস্যার সমাধান আপনিই খুঁজবেন। সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুবক সম্প্রদায়ের। এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য উপুক্ত পরিবেশ তৈরি করে দেব আমরা।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, সমাজের উন্নতির জন্য মিলেমিশে কাজ করি। জ্ঞান-বিচার-উৎকর্ষ এক জায়গায় থেমে থাকে না। জ্ঞান ও ক্ষমতা আসে দায়িত্ববোধ থেকে। ক্ষমতায় থাকলে সংযমী ও ধৈর্যশীল হওয়া জরুরি। আপনার চিন্তাধারা সমাজকে গৌরবান্বিত করে। তেমনি আপনার চিন্তাধারা সমাজকে অন্ধকারাচ্ছন্ন করতে পারে। আপনার মানসিকতা সদর্থক রাখতে হবে।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘কবিগুরুর কাছে বিশ্বভারতী ছিল সংস্কৃতির শীর্ষে যাওয়ার চেষ্টা। আমাদের নিজেদের দিকে তাকানোর সময় এসেছে। ভারতের বিবিধতার কথা বলেছেন রবীন্দ্রনাথ। কবিগুরু এখানেই দেখেছেন বিশ্বমানবকে।’
বিশ্ববিদ্যালয়র সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের ঐক্যকে মজবুত করতে হবে। মনে রাখতে হবে রবীন্দ্রনাথের অখণ্ড দেশ নিয়ে বার্তা। গুরুদেব বিশ্বভারতীকে শুধু বিশ্ববিদ্যালয় হিসেবে দেখেননি। তাই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলেন বিশ্বভারতী।’
বিশ্ববিদ্যালয়র সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভাল হত সমাবর্তন উৎসবে নিজে আসতে পারলে। দূর থেকেই বিশ্বভারতীর পবিত্র মাটিকে প্রণাম। পড়ুয়াদের প্রতি রইল আমার শুভকামনা।’
আম্রকুঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
প্রেক্ষাপট
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়য়ের সমাবর্তনে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সমাবর্তনে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সমাবর্তনে ২ হাজার ৫৩৫ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -