এগরা:দূরপাল্লার ট্রেনে বিষাক্ত পোকার কামড়! হাসপাতালে আনতে আনতে যাত্রীর মৃত্যু।রেলের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ।   ছেলের চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সপরিবারে চেন্নাই যান পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা পিন্টু সাউ। ১৯ মে তিরুনেলভেলি-হাওড়া এক্সপ্রেসে চড়ে ফিরছিলেন তাঁরা। অভিযোগ, তখনই ট্রেনে একটি বিষাক্ত পোকা পিন্টুর পায়ে কামড়ে দেয়। টিকিট পরীক্ষককে বিষয়টি জানালেও তিনি কোনও ব্যবস্থা নেয়নি। বিশাখাপত্তনমে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়ালেও, পিন্টুর চিকিৎসার জন্য রেলকর্মীরা কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। রবিবার রাতে খড়গপুর স্টেশনে নামার পর পিন্টুকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এনিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।