কলকাতা: দেশজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক আদিবাসী সংগঠনের। উত্তর দিনাজপুরের কানকি থেকে দক্ষিণের পুরুলিয়া, বিভিন্ন স্টেশনে অবরোধ। অবরোধ রাস্তাতেও। চূড়ান্ত হয়রানি যাত্রীদের।
বনধের জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে রয়েছে, আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার, আপ-ডাউন আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার, আপ-ডাউন আসানসোল-বোকারো প্যাসেঞ্জার, আসানসোল-টাটা প্যাসেঞ্জার। বনধের জেরে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ভায়া সম্বলপুর, রাজেন্দ্রনগর-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
এদিকে বনধের জেরে জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস।
উত্তর দিনাজপুরের কানকি স্টেশনে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলছে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ১০এ রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
পুরুলিয়ার কাঁটাডি, ইন্দ্রবিল ও মধুকুণ্ডা স্টেশনে সকাল সাড়ে ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। তার জেরে দূরপাল্লার সাউথ বিহার এক্সপ্রেস ও আসানসোল-হলদিয়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে। সেখানেও চরমে যাত্রী ভোগান্তি।
আদিবাসী সংগঠনের ডাকা বনধের জেরে রাজ্যের বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2018 09:43 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -