কলকাতা: নিষেধাজ্ঞা অমান্য করে বসিরহাটে ঢোকার চেষ্টা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের। উত্তর ২৪ পরগনার বিরাটির কাছে মাইকেলনগরে গ্রেফতার মীনাক্ষী লেখি, সত্যপাল সিংহ এবং ওম মাথুর। এদিন দুপুরে মাইকেলনগরে ওই তিন প্রতিনিধিরা পৌঁছলে পুলিশ আধিকারিকরা তাঁদের আটকান। পুলিশের তরফে ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে বলে জানানো হয়। এই সময়ই প্রতিনিধিদলের সদস্যরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে তাঁদের গ্রেফতার করে এনএসসিবিআই থানায় নিয়ে আসা হয়। গতকালও সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে এই এলাকা থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
উল্লেখ্য, গতকাল বাম ও কংগ্রেসের প্রতিনিধি দলকে বসিরহাটে যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বসিরহাটে না যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার। এই দাবিতে শহরে ধিক্কার মিছিল করল বিজেপি। মুরলীধর সেন লেনের সদর দফতর থেকে মিছিল যায় ধর্মতলায় ওয়াই চ্যানেলে। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের তিন কেন্দ্রীয় নেতা সৎপাল সিংহ, ওম মাথুর ও মীনাক্ষি লেখির এই মিছিলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বসিরহাটে যাওয়ার সময় মাইকেলনগরে পুলিশ তাঁদের গ্রেফতার করায় ওই তিন কেন্দ্রীয় নেতা মিছিলে যোগ দিতে পারেননি। মিছিল শেষে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে বিজেপির রাজ্য প্রতিনিধিদল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে যাবে।