উত্তর ২৪ পরগনা: হাবড়ায় (Habra) আসবাবপত্রের ব্যবসায়ী খুনে (Murder) অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার (Arrested) করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নিহত পার্থসারথী বিশ্বাসের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত সমীর সরকার। ধার শোধ নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, তার জেরে সোমবার ভরসন্ধেয় আসবাবপত্রের ব্যবসায়ীকে গলায় ছুরির কোপ মেরে খুন করেন স্বর্ণ ব্যবসায়ী। গতকাল বাদুড়িয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবড়া থানার (Habra Police Station) পুলিশ। 


সোমবার ভরসন্ধ্যায় হাবড়া (Hubra) বাজারে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে আসবাবপত্রের ব্যবসায়ীকে গলায় ছুরির কোপ বসিয়ে খুনের অভিযোগ। টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ চলছে, পুলিশ সূত্রে খবর। 



চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন দোকানের কর্মীরা।  সিঁড়ি দিয়ে উঠতেই দেখেন, দোকানের মেঝেয় কাতরাচ্ছেন পার্থসারথি বিশ্বাস।  উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাবড়া বাজারে আসবাবপত্রের ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত বছর ৪২-এর পার্থসারথী বিশ্বাস। 


ঠিক কী ঘটেছিল সোমবার সন্ধ্যায়? মৃত ব্যবসায়ীর দোকানের এক কর্মীর দাবি, এদিন সন্ধে ৬টা নাগাদ, দোকান থেকে চিৎকার শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন পার্থসারথী। পরিস্থিতি বেগতিক দেখে, স্কুটার ফেলে চম্পট দেন অভিযুক্ত ব্যবসায়ী সমীর সরকার। গুরুতর জখম অবস্থায় পার্থসারথী বিশ্বাসকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


কিন্তু কী কারণে ভরসন্ধেয় স্বর্ণব্যবসায়ীর হাতে খুন হতে হল আসবাবপত্রের ব্যবসায়ীকে? পুলিশ সূত্রে খবর, পার্থসারথী বিশ্বাসের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ধান নেন অভিযুক্ত সমীর সরকার। টাকা মেটানো নিয়ে টানাপোড়েন চলছিলই। এরইমধ্যে কিছুদিন আগে ব্যাঙ্কে ৬০ লক্ষ টাকা ঋণ নেন সমীর। অভিযোগ, তা জানতে পেরে চাপ দিয়ে ২৮ লক্ষ টাকার চেকে সই করিয়ে নেন পার্থসারথী। এরপরই বচসা চরমে ওঠে।