জলপাইগুড়ি: গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জাতীয় সড়কে রাতভর অভিযান। জলপাইগুড়ির পাহাড়পুরে উদ্ধার সাড়ে চারশো কেজি গাঁজা। গ্রেফতার এক।
পাহাড়পুর হয়ে পাচার হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা। পাচার করা হচ্ছে জন্মু-কাশ্মীরের নম্বরযুক্ত লরিতে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের দাবি, গোপনসূত্রে এসেছিল এই খবর।
সেই মতো সোমবার রাত থেকে ৩১সি নম্বর জাতীয় সড়কে শুরু হয় তল্লাশি অভিযান। মঙ্গলবার সকালে আটক করা হয় জম্মু-কাশ্মীরের নম্বর যুক্ত একটি লরি। লরি থেকে উদ্ধার হয় ৪৫০ কেজি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে লরির চালককে। যদিও তাঁর দাবি, তিনি পাচারের বিষয়ে কিছু জানতেন না।
পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাঁজা। যার আনুমানিক বাজার দর, ৩০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের চাঁইদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।
জলপাইগুড়ি থেকে উদ্ধার আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ৪৫০ কেজি গাঁজা, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2018 10:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -