নদিয়ায় কিশোরীর বিয়ে রুখল প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2017 08:57 PM (IST)
রানাঘাট: স্বামী, সংসার, শ্বশুরবাড়ি, এগুলো যে কী, তা এখনও ভাল করে বোঝে না ১৩ বছরের মেয়েটা। কিন্তু, তা সত্ত্বেও এই বয়সেই তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে চেয়েছিল মা-বাবা। শেষমেশ সহপাঠী ও স্কুলের শিক্ষকদের তৎপরতায় আরও এক নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। এবারও ঘটনাস্থল সেই নদিয়ার ধানতলা। রঘুনাথপুরের বাসিন্দা এই কিশোরী সপ্তম শ্রেণিতে পড়ে। তিন বোনের মধ্যে ছোট। কিন্তু, কিছুদিন আগে সেই মেয়েকেই বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করে ফেলেন বাড়ির লোকেরা। ১৩ বছরের মেয়েটির বিয়েতে একটুও মত ছিল না। তার ইচ্ছে আরও পড়াশোনা করার। তাই স্কুলের বন্ধু ও শিক্ষককে বিয়ে আটকানোর আর্জি জানায় সে। স্কুলের তরফে বিষয়টি জানানো হয় পুলিশে। এরপরই পুলিশ বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মাকে বুঝিয়ে কিশোরীর বিয়ে বন্ধ করে। পুলিশ ওই কিশোরীর বাবাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছে, যে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দেবেন না। এদিকে, প্রিয় বান্ধবী আবার স্কুলে ফিরবে ভেবে খুশি সহপাঠীরাও।