উত্তর ২৪ পরগনা ও হাওড়া: বন্ধু, প্রতিবেশীদের তৎপরতায় দুই জেলায় দুই নাবালিকার বিয়ে রুখল পুলিশ। বাবা-মাকে ভালোভাবে বুঝিয়ে বন্ধ করা হল বিয়ে।
হাওড়ার ডোমজুড়ের একাদশ শ্রেণির ছাত্রীর দাবি, বয়স ষোলো হলেও তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাবা-মা। কিন্তু, সে আরও পড়তে চায়। স্কুলের বন্ধুদের সে কথা জানিয়েওছিল সে। স্কুল থেকে যোগাযোগ করা হয় বালি থানায়। এরপর পুলিশ কথা বলার পরই নিজেদের ভুল বুঝতে পারেন ছাত্রীর বাড়ির লোকেরা।
একইভাবে উত্তর ২৪ পরগনার হাবড়াতেও এক নাবালিকার বিয়ে আটকায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। ছাত্রীটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।