কলকাতা: চার হাত এক করার সব আয়োজনই ছিল সম্পূর্ণ। অতিথি আপ্যায়নের সব ব্যবস্থাই প্রায় হয়ে গিয়েছিল। ভেঙে গেল বিয়ে। বিয়ে করতে এসে পাত্র জানতে পারল, এযাত্রায় হচ্ছে না বিয়েটা। তা সত্ত্বেও মধুরেণ সমাপয়েত...। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর ভাঙনখালি গ্রাম।
পুলিশ সূত্রে খবর, গ্রামের এক নাবালিকার সঙ্গে স্থানীয় এক নাবালকের বিয়ে ঠিক হয়। বুধবার সকালে গ্রামের এক বাসিন্দা ফোন করে সেই খবর জানান জেলা চাইল্ড লাইনকে। চাইল্ড লাইন থেকে জানানো হয় বাসন্তী থানায়।
দেরি না করে পাত্রীর বাড়িতে চলে আসেন পুলিশ আধিকারিক ও চাইল্ড লাইনের সদস্যরা। পাত্রীর বাড়িতে তখন বিয়ের আয়োজন সম্পূর্ণ। এরই মধ্যে বিয়ে করতে পৌঁছয় নাবালক পাত্রও। দু’পক্ষকে নিয়েই শুরু হয় আলোচনা। শেষমেশ, স্থগিত বিয়ে।
মুচলেকা দিয়ে দুই পরিবার জানিয়েছে, পাত্র-পাত্রী সাবালক হলে তবেই এক হবে চার হাত। বিয়ে না হলে কী হবে, আয়োজন যখন ছিল, তখন খাওয়া-দাওয়া করেই বাড়ি ফিরলেন সবাই।