কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর স্ত্রী ঊষা মিশ্রর বিরুদ্ধে নগরদায়রা আদালতে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। অভিযোগ, ঊষা মিশ্রর স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চলেছে দুর্নীতির কারবার। এডসের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য পাওয়া সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। এর প্রেক্ষিতে ২২ মাস আগে ঊষা মিশ্র-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। ঊষাকে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। পশ্চিম মেদিনীপুরের বেলদায় স্বেচ্ছাসেবী সংস্থায় তল্লাশি চালায় রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। এরপর গতকাল নগরদায়রা আদালতে ১৮ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। ঊষা মিশ্র ছাড়াও আরও চারজনের নাম চার্জশিটে রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ নম্বর ধারায় নথি জাল করা, ৪০৯ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ, ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাট, ১২০ বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও দুর্নীতিদমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।