খোঁজ মিলল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের, কীভাবে উদ্ধার, মুখে কুলুপ পুলিশের
ABP Ananda, web desk
Updated at:
24 Aug 2016 07:49 AM (IST)
NEXT
PREV
মুর্শিদাবাদ: অবশেষে খোঁজ মিলল মুর্শিদাবাদের সাদল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের।কোথা থেকে, কীভাবে উদ্ধার তা নিয়ে কিছুই জানায়নি পুলিশ। কংগ্রেস সদস্য টুম্পা মাঝির বাবার দাবি, গতকাল মাঝরাতে মেয়েকে নিয়ে নবগ্রাম থানা এলাকার রসুলপুরে তাঁর বাড়িতে হাজির হন খড়গ্রাম থানার তিন পুলিশকর্মী। টুম্পা বিধ্বস্ত ছিলেন বলে পরিবারের দাবি। এদিকে, কংগ্রেস সদস্যের অপহরণকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে রহস্য। গতকাল রাতে টুম্পার শ্বশুরবাড়িতে যায় খড়গ্রাম থানার পুলিশ। পরিবারের দাবি, টুম্পাকে পাওয়া গিয়েছে বলে জানিয়ে তাঁর স্বামীকে থানায় নিয়ে যেতে চায় তারা। পরিবারের লোকজন বাধা দিলে, পুলিশ ফিরে যায়। টুম্পার খোঁজ পাওয়ার কথাও পরে অস্বীকার করে পুলিশ। কিন্তু তার ঘণ্টাদুয়েক পরেই টুম্পাকে বাপের বাড়িতে দিয়ে আসা হয়। যদিও খড়গ্রাম থানার দাবি, শ্বশুরবাড়ির লোকজন থানায় না আসায়, টুম্পাকে বাপের বাড়িতে দিয়ে আসা হয়।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -