হুগলি: হুগলির রিষড়ায় ভাড়াবাড়িতে জাল ওষুধ কারখানার হদিশ। শ্রীরামপুরের এসডিপিও-র নেতৃত্বে অভিযান জেলা পুলিশের। উদ্ধার প্রচুর জাল ওষুধ। গ্রেফতার ২ জন। হুগলির রিষড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা করুণা সাউয়ের বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল জাল ওষুধ প্যাকেজিংয়ের কাজ। সেখান থেকে তা ছড়িয়ে যেত ছোট-বড় বিভিন্ন দোকানে। গোপনসূত্রে খবর পেয়ে, শুক্রবার সেই বাড়িতে হানা দেয় জেলা পুলিশ। সকাল দশটা নাগাদ, শ্রীরামপুরের এসডিপিও কামনাশিস সেনের নেতৃত্বে চলে অভিযান। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ জাল ওষুধ। প্যাকেজিংয়ের সরঞ্জাম। জুন মাসে হুগলির ডানকুনিতে, খবর পেয়ে জাল ওষুধভর্তি গাড়ি আটক করেছিল পুলিশ। সেদিন উদ্ধার হওয়া ওষুধগুলির সঙ্গে এদিন রিষড়ায় উদ্ধার হওয়া ওষুধের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীরামপুর এসডিপিও কামনাশিস সেন বলেন, গোপন খবর পেয়ে আসি। দেখি জাল ওষুধ তৈরি হচ্ছে। ডানকুনির সঙ্গে যোগ আছে কিনা দেখছি। বাড়ির মালিক-সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।জন বাড়ির মালিক করুণা সাউয়ের দাবি, আমাকে দালাল বাড়ি ভাড়া করে দেয়। কী করে জানতাম না। কাল এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল। শুধু শুধু ফেঁসে গেলাম। যদিও, যিনি বাড়িটি ভাড়া নিয়েছিলেন, মূল অভিযুক্ত সেই ব্যক্তি এখন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।