নদিয়া: এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিলেন কলেজ পড়ুয়া। নদিয়ার ফুলিয়ার ঘটনায় গর্বিত তরুণীর প্রতিবেশীরা।
ফুলিয়ার মাঠপাড়ার বাসিন্দা কানাই বসাক পেশায় ভ্যানচালক। কষ্টেশিষ্টে মেয়ে কুহেলি বসাককে পড়াচ্ছেন কলেজে। পড়াশোনা চালানোর জন্য রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে পাওয়া টাকায় একটি ফটোকপির দোকান খুলেছেন শান্তিপুর কলেজের বায়ো সায়েন্সের প্রথম বর্ষের এই পড়ুয়া। রবিবার সকালে সেই দোকানেই বসেছিলেন।
ছাত্রীর দাবি, হঠাৎ দোকানের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি দোকানে নিয়ে আসেন। খুলে দেখেন, ব্যাগে রয়েছে ২ হাজার আর নতুন ৫০০ টাকার নোটে এক লক্ষ টাকা। তিনি বলেন, অত টাকা একসঙ্গে এর আগে কোনওদিনও দেখেনি। কিন্তু তখনই সিদ্ধান্ত নিই, যাঁর টাকা তাঁকে ফেরত দেব।
কয়েক ঘণ্টা পর ব্যাগের খোঁজ করতে কুহেলির দোকানের সামনে পৌঁছন ফুলিয়ার কালীপুরের কাপড় ব্যবসায়ী উজ্জ্বল হালদার। তাঁর দাবি, তাঁর হাত থেকেই পড়ে গিয়েছিল এক লক্ষ টাকা ভর্তি ব্যাগ। উপযুক্ত প্রমাণ দেখে ব্যবসায়ীর হাতে ব্যাগটি তুলে দেন কুহেলি। ব্যাগ ফিরে পেয়ে ব্যবসায়ীর স্বীকারোক্তি, এরকম ঘটনা এখন আর দেখা যায় না।
সততার নজির গড়েছেন কুহেলি। মেয়ের কাজে গর্বিত মা। আদুরী বসাক বলেন, আমাদের অভাবের সংসার, তাও ও টাকা ফিরিয়ে দিয়েছে। কুহেলির সততায় মুগ্ধ হয়ে ২ হাজার টাকা দিয়েছেন ব্যবসায়ী। কন্যাশ্রীর পাওয়া টাকায় খোলা ফটোকপির দোকানে সম্প্রতি একটি কম্পিউটার কিনেছেন কুহেলি। উজ্জ্বলের দেওয়া ২ হাজার টাকায় এবার সেই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিতে চান তিনি।