কলকাতা: আজও সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জোড়া নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। বজ্রগর্ভ মেঘের কারণে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে।
গতকাল দফায় দফায় বৃষ্টির জেরে বেশ কিছুটা নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শিলাবৃষ্টির পূর্বাভাস।
সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, আজও বৃষ্টির সম্ভাবনা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2017 07:52 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -