কলকাতা: আজও সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জোড়া নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। বজ্রগর্ভ মেঘের কারণে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে।

গতকাল দফায় দফায় বৃষ্টির জেরে বেশ কিছুটা নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শিলাবৃষ্টির পূর্বাভাস।