মুর্শিদাবাদ: ছেলে মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার্থী। তার শুভকামনার জন্য গোটা গ্রামের আশীর্বাদ চাইতে অভিনব পন্থা অবলম্বন করলেন মুর্শিদাবাদের এক গরিব কৃষক। একেবারে ৭০০ গ্রামবাসীকে নিমন্ত্রণ করে বাড়িতে তাঁদের আপ্যায়ন করলেন। এর জন্য এক লপ্তে ব্যয় করলেন সারা বছরের সঞ্চয়!


খবরে প্রকাশ, এবছরই দশম শ্রেণির পরীক্ষায় বসেছে রাজব আলির ছেলে শামিম শেখ। চার্লাবাংলা হাই মাদ্রাসার ছাত্র সে। ছেলের জীবন যাতে সফল হয়, তারজন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। তিনি জানান, এক বছর আগে, কেউ তাঁকে বলে, যদি তিনি গ্রামবাসীদের খাইয়ে তাঁদের আশীর্বাদ চান, তাহলে ছেলে পরীক্ষায় ভাল ফল করবে।


সেই থেকে টাকা জমাতে শুরু করেন রাজব। এরপর নিজে গোটা গ্রামে ঘুরে ঘুরে সকলকে আমন্ত্রণ জানান। কোনও ত্রুটি যাতে না থাকে, বা কেউ যাতে অভিযোগ না করতে পারেন যে তাঁদের ঠিকমতো আমন্ত্রণ জানানো হয়নি, এর জন্য আমন্ত্রণ-পত্রও ছাপান রাজব।


রাজব জানান, তাঁর পরিবার থেকে এই প্রথম কেউ দশম শ্রেণির পরীক্ষায় বসছে। তিনি চান, নিজে যে স্বপ্নপূরণ করতে পারেননি, ছেলে তা করুক। রাজব চান না, তাঁর ছেলে তাঁর মতো কষ্ট করুক। বদলে, একটা ভাল চাকরি করুক তাঁর ছেলে। এর জন্য, ছেলেকে সবরকম সহায়তা দিতে তিনি নিজে বেশি করে পরিশ্রম করছেন। রাজব জানিয়ে দেন, ছেলে ভালভাবে ঊত্তীর্ণ হলে, তিনি গোটা গ্রামে মিষ্টি বিতরণ করবেন।