কলকাতা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত শ্যামপুকুর। হুগলির ভদ্রেশ্বরে বিজেপি কর্মীকে গুলি করে খুন। ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু। কোন্নগরের সিপিএম কার্যালয়ে ভাঙচুর। হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলা। ভোট মিটলেও অশান্তি চলছেই।

কলকাতা থেকে জেলা। অব্যাহত অশান্তি।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত শ্যামপুকুর। যুব তৃণমূল নেতা খোকন দাসের অভিযোগ, শনিবার রাতে তাঁদের উপর হামলা চালায় দলেরই অপর গোষ্ঠীর লোকেরা। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি ও গাড়িতে। এক অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
যুব তৃণমূল নেতা-সহ ধৃত দুই গোষ্ঠীর ৪। মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের নেতারা।

হুগলির ভদ্রেশ্বরে বিজেপি কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিক্ষোভ মৃতের পরিজনদের।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু। রবিবার মারা যান রফিক মোল্লা নামে ওই তৃণমূলকর্মী। শনিবার ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতার একটি হাসপাতালে। এদিন সকালে সেখানে মৃত্যু হয় তাঁর।

হুগলির কোন্নগরের মাস্টার পাড়ায় সিপিএম পার্টি অফিস ভাঙচুর ও আগুন। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ঘটনায় দলের কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হলদিয়ার মিলনের কাছে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে লুঠপাট ও ভাঙচুরের অভিযোগ। দুর্গাচকেও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। দুটি ঘটনাতেই অভিযোগের তির সিপিএমের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।