মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: ভোট-পরবর্তী হিংসা, নারী নির্যাতন থেকে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, ত্রাণ ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ। বালুরঘাটে এসপি অফিসের সামনে বিক্ষোভ-সমাবেশ বিজেপির। বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।


বিধানসভা ভোট শেষ হয়েছে প্রায় ২ মাস হল, কিন্তু এখনও চলছে অশান্তি। 
অভিযোগ, ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু দলীয় কর্মী। চলছে নারী নির্যাতন। এই সব অভিযোগে বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ-অবস্থান করে বিজেপি। 


দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন জানান, রাজ্যে গণতন্ত্র নেই। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা চলছেই। পাশাপাশি, কোভিড ভ্যাকসিন ও ইয়াসের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগও তোলেন বিজেপি নেতারা। সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।


দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানিয়েছেন, ভোটের হেরে যাওয়ায় পায়ের তলার মাটি সরে গেছে। সেই কারণে এই সব অভিযোগ করছে। ঘরছাড়াদের তালিকা চাওয়া হয়েছে। হাওয়ায় কথা বললে হবে না।দুপুর আড়াইটে নাগাদ অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিজেপি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপি অফিসের সামনে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।