সোমনাথ মিত্র, সিঙ্গুর: সিঙ্গুর আর নন্দীগ্রাম! রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পিছনে এই দুই জায়গার অবদান উল্লেখোগ্য। কিন্তু আজ সেখানেই তৃণমূলের অন্দরে ক্ষোভের আঁচ! একদিকে, সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য! অন্যদিকে, রাজ্যের দাপুটে নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সিঙ্গুরের মাস্টারমশাই! তাঁর বক্তব্য, ‘দরকারে অন্য দলে যোগ দিতে পারি।’ গতকাল নন্দীগ্রাম দিবসে তৃণমূলের উত্থানের পৃষ্ঠভূমি থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু! তিনি বলেন, ‘নন্দীগ্রামের আন্দোলন কারও একার নয়।’ আর তার চব্বিশ ঘণ্টার মধ্যেই সিঙ্গুরের অপূর্বপুর গ্রামে পড়ল শুভেন্দুর সমর্থনে পোস্টার! শুভেন্দুর ছবি দেওয়া পোস্টারে কোথাও নেই তৃণমূল কংগ্রেসের উল্লেখ!

এ বিষয়ে সিঙ্গুরের তৃণমূল সভাপতি গোবিন্দ ধাড়ার বক্তব্য, ‘কারা পোস্টার দিয়েছে তা তো জানি না...এসব বিরোধীদের কাজ, আমাদের মধ্যে বিভেদের জন্য এসব করছে।’ এই পোস্টার নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। সিঙ্গুরের বিজেপি আহ্বায়ক সঞ্জীব কবিরাজের কটাক্ষ, ‘দাদার অনুগামী নিশ্চয়ই আছে, তাই ব্যানার পড়েছে। দাদার অনুগামী যারা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চাইছে, তারাই এটা দিয়েছে।’

এ বিষয়ে অবশ্য সিঙ্গুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, কারা পোস্টার দিয়েছে, সেটা তিনি জানেন না। এই পোস্টারে তাঁর সমর্থনও নেই।