শান্তিনিকেতনে ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও গানের মধ্যে দিয়ে সূচনা পৌষ মেলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2016 09:02 AM (IST)
শান্তিনিকেতন: শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা। ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও গানের মধ্যে দিয়ে কুয়াশামাখা ভোরে মেলার সূচনা। শীতের আমেজ গায়ে মেখে উত্সবে মেতেছেন দেশ-বিদেশের পর্যটকরাও। যদিও মেলাজুড়ে মন খারাপের মেজাজ। একদিকে আদালতের নির্দেশে তিনদিনের মধ্যে মেলা শেষ করতে হবে। অন্যদিকে, নোট বাতিলের প্রভাব পড়েছে পৌষ মেলায়। কমেছে স্টলের সংখ্যা। বিকিকিনি কম হওয়ার আশঙ্কা।