কলকাতা: পড়তে না পড়তেই উধাও শহরের শীত শীত ভাব। আবহবিদরা বলছেন, ভিলেন নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করছে। এগোচ্ছে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে। সেখানে ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে এ রাজ্যের উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার দিনভর ছিল মেঘলা আকাশ। রোদের দেখা মেলেনি। আকাশে মেঘ থাকায় বৃহস্পতিবারের তুলনায় এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বড়েছে অনেকটাই।

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

কিন্তু নিম্নচাপ কাটলেই কী জাঁকিয়ে পড়বে শীত?

আবহবিদরা বলছেন, সে সম্ভাবনা কম। রাজ্যে পাকাপাকিভাবে শীত ঢুকতে আরও কিছুদিন সময় লাগবে।