বর্ধমান: এরাজ্যের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। বর্ধমান শহরের বড়বাজার অঞ্চলে থাকেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দের দাদা ওমপ্রকাশ কোহলির পরিবারের লোকজন। ওমপ্রকাশ মারা গেলেও, রয়েছেন দুই ছেলে ও স্ত্রী। কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ায় খুশি তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা। তাঁরা বলেছেন, কোবিন্দ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর, অনেকেই তাঁদের বাড়িতে আসছেন।


সবিতার দাদার স্ত্রী গঙ্গা দেবী বলেছেন, তাঁর স্বামী বেঁচে থাকলে গর্বিত হতেন। ১৯৮২ সালে প্রথমবার তাঁদের বাড়িতে এসেছিলেন কোবিন্দ। ১৯৯৬ সালে ওমপ্রকাশের মৃত্যুর পরেও এসেছিলেন। শেষবার আসেন ২০০২ সালে। সেবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসেছিলেন কোবিন্দ। সেবার তিনি বর্ধমানে গঙ্গা দেবীদের বাড়িতে একটি রাত কাটিয়েছিলেন।

গঙ্গা দেবী আরও বলেছেন, দু মাস আগেই দেশের ১৪-তম রাষ্ট্রপতির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কোবিন্দ অত্যন্ত সরল ও ভাল মানুষ। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর সবিতার সঙ্গে ফোনে কথা হয়েছে। তাঁরা অভিনন্দন জানিয়েছেন।