কলকাতা: পেট্রোল লিটার পিছু আশি পেরিয়েছে। ডিজেল পেরিয়েছে সত্তর। মূল্যবৃদ্ধির এই ধাক্কা সামলাতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, তখনই মধ্যবিত্তের কাছে গোদের ওপর বিষফোঁড়ার মতো বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও।
ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২ টাকা ৩২ পয়সা করে। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম আগে ছিল ৪৯৪ টাকা ৩৩ পয়সা। এখন দাম বেড়ে দাঁড়াল ৪৯৬ টাকা ৬৫ পয়সা। যাঁরা রান্নার গ্যাসে ভর্তুকি পান না কিংবা স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তাঁরা আরও জোরাল ধাক্কা খেয়েছেন!
ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় ৫০ টাকা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ৬৭৪ টাকা। এখন দাম বেড়ে হল ৭২৩ টাকা ৫০ পয়সা।
বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৯ টাকা। ১২১২ টাকা থেকে বেড়ে এই সিলিন্ডারের দাম হল ১২৯১ টাকা।
পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে, সব্জি মাছ থেকে চাল-ডাল সব কিছু অগ্নিমূল্য, তারপর এবার রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের মাথায় হাত!
মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2018 08:40 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -