মুর্শিদাবাদ: স্কুল ছুটির পর সোমবার বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে বাড়ির কাছেই একটি মাঠ থেকে উদ্ধার হল স্কুল শিক্ষিকার দেহ। খুনের অভিযোগ দায়ের পরিবারের। ঘটনাস্থল মুর্শিদাবাদের ফরাক্কা।
এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন ওই তরুণী। স্কুলের সহশিক্ষকরা জানিয়েছেন, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বেরিয়ে যান ওই শিক্ষিকা। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
এদিন সকালে বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হয় দেহ। গলায় ওড়নার ফাঁস দেওয়া ছিল। যা দেখে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ফরাক্কা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন, খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
ফরাক্কায় প্রাথমিক স্কুল শিক্ষিকাকে ওড়নার ফাঁসে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2017 06:04 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -