নাগরিকত্ব আইনের সমর্থনে হাওড়ায় বিজেপির মিছিল, নেতৃত্বে দিলীপ
ABP Ananda webdesk | 17 Jan 2020 04:32 PM (IST)
নাগরিক আইনের সমর্থনে হাওড়ায় বিজেপির মিছিল। ডুমুরজলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের অন্যান্য নেতারা।
হাওড়া: নাগরিক আইনের সমর্থনে হাওড়ায় বিজেপির মিছিল। ডুমুরজলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের অন্যান্য নেতারা। এই মিছিলের নাম অভিনন্দন যাত্রা। বিভিন্ন জেলায় বিভিন্ন স্তরে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করছে বিজেপি। এই মিছিলেন আয়োজক হাওড়া জেলা বিজেপি। বিজেপির বক্তব্য, এই আইনের যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা মানুষকে ভুল বোঝাচ্ছেন। এই আইন শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য। ভারতের নাগরিকদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। এই আইনের প্রতিবাদে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ছাত্র-যুবরা পথে নেমেছেন। এই প্রতিবাদের মোকাবিলা করার লক্ষ্যেই বিজেপি রাজ্যের বিভিন্ন স্থানে এই মিছিল করছে। শরণার্থীদের কথা ভেবে আইন প্রণয়নের জন্য কেন্দ্র সরকারকে অভিনন্দন জানাতে এই মিছিল। এছাড়াও আইন সম্পর্কে জানাতে বাড়ি-বাড়ি প্রচারের কর্মসূচীও নিয়েছ বিজেপি।