সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: সেঞ্চুরি পার করেও বিরাম নেই। রোজই বাড়ছে জ্বালানি তেলের দাম। সেই প্রতিবাদে রবিবারও রাস্তায় নেমেছে তৃণমূল। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিক প্রতিবাদে এবা অভিনব বিক্ষোভ উত্তরপাড়া জি টি রোড।
১০০-র কোটা পেরিয়ে গিয়েছে জ্বালানির দাম। তাতে তীব্র প্রতিবাদ জানাতে বর সাজিয়ে এক ব্যক্তিকে গাড়িতে বসিয়ে, দড়ি দিয়ে টানা হল সেই গাড়ি। এ ভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ করল উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক।
বিক্ষোভে সামিল হন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি নিজেই দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যান। এ প্রসঙ্গে বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, 'পেট্রোলের দাম ১০১, গ্যাস ৯০০, এই অবস্থায় কাউকে তেল দেওয়াও যাবে না, সর্ষের তেলও ২০০ টাকা।'
এ দিন তিনি কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, 'কেন্দ্রীয় সরকার এমন একটা ব্যবস্থা করছে হয় সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে,আর না হয় চোর ডাকাতে পরিণত হবে।' তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় সরকারের লজ্জা করা উচিত। একটা রাজ্যে হেরে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারছে।'
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। এ দিন পাইকপাড়াতেও বিক্ষোভ দেখায় তৃণমূল। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারের কাটআউট ও ছড়া লেখা পোস্টার নিয়ে অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা।
বাগুইআটিতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামানো হয় নৌকা। বাগুইআটি মোড়ে চলতে থাকে তৃণমূলের অভিনব বিক্ষোভ। কাঠের উনুনে চলে রান্না। উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি।
পূর্ব বর্ধমানের ছবিটাও খানিকটা একই। পূর্ব বর্ধমানের মেমারিতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের প্রতিবাদে সামিল হলেন বেসরকারি অ্যাম্বুল্যান্সে চালকরা। সেইসময় মেমারি গ্রামীণ হাসপাতালে ছিল না কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স।
পেট্রোল, ডিজেল-সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের বিধানসভা এলাকায় সাইকেল নিয়ে ঘুরলেন ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন ব্যারাকপুর বটতলা থেকে তালপুকুর হয়ে টিটাগড়ে গিয়ে শেষ হয় এই র্যালি। সঙ্গে সামিল হন বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও তৃণমূল কর্মীরা।