দেখা যাচ্ছে পায়ের ছাপ কিন্তু কোথায় বাঘ বাবাজি? ভয়ে কাঁপছে জঙ্গলমহল
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 08:20 AM (IST)
ঝাড়গ্রাম: থাবার ছাপ দেখা যাচ্ছে স্পষ্ট। কিন্তু বাঘ নেই। ভয়ে কাঁপছে জঙ্গল মহলের তিন জেলা। লালগড়ের মধুপুরের জঙ্গলে ফাঁদ ক্যামেরায় ধরা পড়ে প্রথম তার ছবি। তারপর বেশ কিছু জায়গায় তার দেখা মিলেছে। কিন্তু এখন গেল কোথায় সে? গত ১০ দিনে বাঘটির গতিবিধির ওপর নজর রেখেছে বন দফতর। তাদের কাছ থেকে মিলেছে বাঘের যাত্রাপথের রুটম্যাপ। লালগড়ের মধুপুরের জঙ্গল থেকে বাঘটি পিগমণি, পিটলি, নিশ্চিন্তপুর, পাথরপাড়া মেটালা হয়ে বুড়িশোল ঘুরে এসেছে। সেখান থেকে আদালিয়া, ভুঁইয়াশোল, খাবরিবাগান, জিরাপাড়া, গোয়ালতোড়, গাঙ্গোদুয়ারি, কাদরা, কুশকাঠি, আনুশোল, হিরাশোল পেরিয়ে দেখে এসেছে অমরপাতা, হামারগোড়া। এখন সে নয়া বসত রেঞ্জের মহারাজপুরে আস্তানা গেড়েছে বলে খবর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মহারাজপুরেও সম্প্রতি তার পায়ের ছাপ দেখা গিয়েছে।