উত্তর ২৪ পরগনা: পিছোল বামনগাছির সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে দোষীদের সাজা ঘোষণা। দোষীদের হাতে রায়ের কপি দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৯ এপ্রিল সাজা ঘোষণা হবে। সৌরভের পরিবারের দাবি, দোষীদের ফাঁসি চাই।
শুক্রবারই ১২জনকে দোষী সাব্যস্ত করে আদালত। ঠিক ছিল সাজা ঘোষণা হবে শনিবার। এদিন শ্যামল কর্মকার সহ দোষী সাব্যস্ত ১২ জনকে আদালতে আনা হলে আলাদাভাবে প্রত্যেকের বক্তব্য শোনেন বিচারক দমনপ্রসাদ বিশ্বাস। পরে তিনি বলেন, মামলায় দোষী সাব্যস্ত ১২ জনকে রায়ের কপি দিতে সময় লাগবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ১৯ এপ্রিল সাজা ঘোষণা করা হবে।
অভিযুক্তদের আইনজীবী কম সাজার পক্ষে সওয়াল করলেও দোষীদের ফাঁসির দাবি করেছে নিহত সৌরভের পরিবার।
এদিন আদালতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বারাসত বিজেপি প্রার্থী বীথিকা মণ্ডল, মধ্যমগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস মিত্র ও শিল্পী সমীর আইচ।
সৌরভ হত্যায় দোষীদের সাজা ঘোষণা ১৯ শে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 02:23 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -