অমৃতসর: রাহুল গাঁধী সভাপতি হওয়ার পর প্রথম নির্বাচনী জয় পেল কংগ্রেস। পঞ্জাবের অমৃতসর, জলন্ধর ও পাতিয়ালায় পুরসভা নির্বাচনে বিপুল জয় পেল কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা চলছে। তবে ইতিমধ্যেই কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি শিরোমণি অকালি দল-বিজেপি জোট। অকালি নেতা সুখবীর বাদল অবশ্য বুথ দখল, বহু প্রার্থীকে মনোনয়ন পেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন।


জলন্ধর পুরসভায় ৮০টি ওয়ার্ডের মধ্যে ৬৬টিতেই জয় পেয়েছে কংগ্রেস। পাতিয়ালায় ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই জিতেছে কংগ্রেস। অমৃতসর পুরসভার ৮৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিই গিয়েছে কংগ্রেসের ঝুলিতে।

এই বিপুল জয়ের পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এক বিবৃতিতে বলেছেন, ‘বিরোধীরা চাপের কৌশল অবলম্বন করেছিল। শস্তা চমক ও প্ররোচনামূলক কার্যকলাপের মাধ্যমে ওরা অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বানচাল করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পঞ্জাবের মানুষ ওদের এই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। এর জন্য পঞ্জাবের মানুষকে অভিনন্দন জানাচ্ছি।’

আজই পঞ্জাবে তিনটি পুরসভা, ২৯টি পুর নিগম ও নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কংগ্রেস, অকালি-বিজেপি জোট ও আম আদমি পার্টির মধ্যে লড়াই ছিল। বাজিমাত করল রাজ্যের শাসক দল কংগ্রেস।