কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সম্পতি নিয়ে বিবাদের জেরে কামড়ে মামার কান কেটে নিল ভাগ্নে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গুসকরার ৮ নম্বর ওয়ার্ডের চোঙদার পুকুর পাড়ের বাগদি পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজা মাজি ও তাঁর ভাগ্নে বিশ্বজিৎ সরকার ওরফে বুলান পাশাপাশি থাকতেন। একটি জায়গাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে গতকাল রাতে দুই পরিবারের মধ্যে বচসা বাধে।
রাজার অভিযোগ, বিশ্বজিৎ বাড়িতে এসে তাঁর মাকে হেনস্থা করে। সে সময়ে তিনি ঘটনার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এমনকি অভিযোগ তাঁকে মাটিতে ফেলে কামড়ে তাঁর বাঁ কান কেটে দেয় বিশ্বজিৎ। এর পরেই রাজাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
রবিবার গুসকরা পুলিশ ফাঁড়িতে পুলিশের কাছে অভিযোগ জানান রাজা। ঘটনার পর থেকে বিশ্বজিৎ পলাতক। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আউসগ্রাম থানার পুলিশ।