সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বিজেপি ও কংগ্রেসের মিলিত ভাবে চলা পঞ্চায়েত সমিতি দখল নিল তৃণমূল। পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রতুল মাহাতো । প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে ২৮ আসন বিশিষ্ট পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় ১৩ টি আসন, তৃণমূল পায় ১৪ টি আসন এবং কংগ্রেস পায় ১ টি আসন। এরপরই বিজেপি ও কংগ্রেস মিলিত ভাবে পঞ্চায়েত সমিতি গঠন করে। সমিতির সভাপতি হন কংগ্রেসের রামজীবন বাবু । কিন্তু সম্প্রতি কংগ্রেসের ওই সমিতির সভাপতি মারা যান। এরপরই থমকে যায় পঞ্চায়েত সমিতির বিজেপির ৫ জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১৯। এরপরই অনাস্থা আনে তৃণমূল । সম্প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণযোগ্য হলে ভোটাভুটিতে তৃণমূল সদস্য প্রতুল মাহাতো পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন । ঘটনায় বিজেপি সদস্যরাও এলাকার উন্নয়নে জন্য প্রতুল মাহাতোকে সমর্থন জানিয়েছেন।


পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি প্রতুল মাহাতো বলেন, 'জেলা নেতৃত্বের ওপরই আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। তাঁরা প্রত্যেক মেম্বার দের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন। এরপরই খামবন্দি করে নাম পাঠানো হয়। এভাবেই নির্বাচন পদ্ধতি চলেছে।'


এলাকার বিজেপি সদস্য জনার্দন সিংহ মোদক বলেন, 'তৃণমূলের রাজত্বে গণতন্ত্র শেষ। এখানে পুলিশ, গুণ্ডা দিয়ে ভয় পাইয়ে কাজ আদায় করে নেওয়া হচ্ছে। এলাকায় অশান্তির আবহ রয়েছে।'


রাজ্যে বিধানসভা নির্বাচনে বাজে ফল করেছে বিজেপি। এরপরই রাজ্যজুড়ে বিজেপির ভাঙন দেখা যায়। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় দলবদলের হিড়িক! কিছুদিন আগেই চাকদায়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী। অন্যদিকে, ঝাড়গ্রামে ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে। এই দলবদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।